‘প্রশাসনিক ভবনে তালা দেওয়া স্বৈরাচারী আচরণ’: কুবি উপ-উপাচার্য
কুবিতে শিক্ষক সংকটে আন্দোলন: প্রশাসনিক ভবনে তালা, উপ-উপাচার্যের প্রতিবাদ
কুবি সংবাদদাতা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে শিক্ষক সংকটের প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। রবিবার (৩ আগস্ট) সকাল ১১টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত প্রধান ফটকে তালা দিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে তাদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। বারবার প্রশাসনকে জানালেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে আন্দোলনের পথ বেছে নিতে হয়েছে।
চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজমুল হুদা শাওন বলেন, “গত চার মাসে আমরা একাধিকবার স্মারকলিপি দিয়েছি, মানববন্ধন করেছি। ২১ জুলাই ভিসি স্যার বলেছিলেন ৩১ জুলাইয়ের মধ্যে নিয়োগ সার্কুলার আসবে। কিন্তু ৩ আগস্টেও কিছু হয়নি। তাই আমরা বাধ্য হয়েছি তালা দিতে।”
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল। তিনি বলেন, “শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে ইতোমধ্যে ইউজিসির সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রক্রিয়া চলমান। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক হলেও প্রশাসনিক ভবনে তালা দেওয়ার মতো স্বৈরাচারী আচরণ গ্রহণযোগ্য নয়। আন্দোলনের নিয়মতান্ত্রিক পদ্ধতি রয়েছে, যা তারা অনুসরণ করছে না।”
তিনি আরও অভিযোগ করেন, “বর্তমানে আমাদের অতিথিদের বের হতেও দেওয়া হচ্ছে না। এটি স্বৈরাচারী সময়ের ছাত্ররাজনীতির মতো আচরণ।”
জানা গেছে, ফার্মেসি বিভাগে শিক্ষক সংকট দীর্ঘদিনের। এর ফলে শিক্ষার্থীরা এর আগেও একাধিকবার মানববন্ধন, বিভাগীয় কক্ষে তালা এবং স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করেছে।
শিক্ষার্থীরা দ্রুত সময়সীমা নির্ধারণ করে শিক্ষক নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দাবি করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বিআলো/তুরাগ