গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জিয়া পরিবারের অবদান অবিস্মরণীয়: ড. মোশাররফ
“আসন্ন নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ হতে হবে, দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় নেতৃত্বে থাকবেন তারেক রহমান”
নিজস্ব প্রতিবেদক: সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে গনতন্ত্র প্রতিষ্ঠায় জিয়া পরিবারের ত্যাগ ও অবদান চিরস্মরণীয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে, তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে।
রবিবার বিকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ড. মোশাররফ আরও বলেন, বিএনপির নেতা-কর্মীদের দীর্ঘদিনের আন্দোলন ও সংগ্রামের চূড়ান্ত অর্জন হলো ছাত্র-জনতার গণঅভ্যুত্থান। এই বিপ্লবের চেতনায় গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনে সকলকে একসাথে কাজ করতে হবে। অন্যথায় ফ্যাসিস্ট শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ড. মোশাররফ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তাঁর বর্ণাঢ্য জীবনের সংক্ষিপ্ত সফলতা তুলে ধরেন। তিনি বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন এবং ১৯৭৫ সালের গনতন্ত্র হত্যার পর পুনরায় গনতন্ত্র কায়েম করেন। অপরদিকে, দীর্ঘ নয় বছরের সৈরশাসনের বিরুদ্ধে কঠিন আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের নিকট আপোষহীন নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন।
ড. মোশাররফ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বেগম খালেদা জিয়াকে নানা ষড়যন্ত্র ও অমানবিক নির্যাতনের মাধ্যমে নিঃশেষ করার চেষ্টা করলেও তিনি আজ দেশের সর্বস্তরের মানুষের হৃদয়ে অম্লান স্থান অধিকার করেছেন। এছাড়া, তারুণ্যের অহংকার ও আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও দেশে ফিরে আসতে পারছেন না।
আলোচনা সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটি, নির্বাহী কমিটি ও অন্যান্য স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ