এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ
dailybangla
16th Jul 2025 11:53 pm | অনলাইন সংস্করণ
জুলাই পদযাত্রা” চলাকালে হামলার প্রতিবাদে জয়পুরহাটে সমাবেশ
মো. নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধি: “দেশ গঠনে জুলাই পদযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে এই কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় নেতাকর্মীরা জড়ো হয়ে হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন।
সমাবেশে বক্তব্য দেন এনসিপির জয়পুরহাট জেলা সমন্বয়কারী ফিরোজ আলমগীর, যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য আশরাফুল, জেলা সদস্য ইঞ্জিনিয়ার গোলাম কোবিরসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।
বিআলো/তুরাগ