গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে নওগাঁয় প্রধান সড়কে বিক্ষোভ কর্মসূচি
এ.বি.এস রতন, নওগাঁ প্রতিনিধি: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় নওগাঁ শহরের কাজীর মোড়ে প্রধান সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি নেতাকর্মীরা এই কর্মসূচি শুরু করেন।
বিক্ষোভকারীরা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অবস্থান নেন এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে বলে জানান আয়োজকরা। তারা বলেন, গোপালগঞ্জে এনসিপির শীর্ষ নেতাদের ওপর হামলা পরিকল্পিত এবং এর মাধ্যমে সরকার রাজনৈতিক বিরোধীদের দমন করতে চায়।
বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে নানা স্লোগান দেন। বক্তৃতায় তারা সরকারের বিরুদ্ধে “ফ্যাসিবাদী শাসন কায়েমের” অভিযোগ তুলেন এবং বলেন, দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই। তারা গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
কর্মসূচিতে বক্তারা বলেন, এই হামলা শুধু এনসিপির ওপর নয়—এটি গণতান্ত্রিক রাজনীতির ওপর সরাসরি আঘাত। তারা বলেন, সরকারের মদদপুষ্ট দুষ্কৃতকারীরা বিরোধী মত দমনে নেমেছে, কিন্তু এই দমন নীতি সফল হবে না।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলাকারীদের গ্রেপ্তার না করলে এবং দেশে বিরোধী মতের ওপর দমন বন্ধ না হলে তারা সারাদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে দেশব্যাপী অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ছাত্রসমাজ নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার থাকবে। তারা বলেন, সরকারের দমন-পীড়ন ন্যায়বিচার ও গণতন্ত্রকে ধ্বংস করছে। বক্তারা দেশের তরুণদের অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিআলো/তুরাগ