“গঠনমূলক সাংবাদিকতা রাষ্ট্রকে এগিয়ে নেয়”: বিদায়ী ইউএনও আমিনুল ইসলাম
মো. তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী): গঠনমূলক সাংবাদিকতা রাষ্ট্রকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেছেন, “রাষ্ট্রের অভ্যন্তরীণ অসংগতি সাংবাদিকরা লেখনির মাধ্যমে তুলে ধরেন। আর সেই লেখনির ভিত্তিতেই রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করে।”
তিনি আরও বলেন, “আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী। বদলি সরকারি চাকরির নিয়মিত প্রক্রিয়া। যেখানে দায়িত্ব পেয়েছি, সেখানেই সর্বোচ্চ চেষ্টা করেছি। বাউফলে কাজ করার সময় মানুষের আন্তরিকতা ও সহযোগিতা আমাকে মুগ্ধ করেছে। তবে সীমিত সময় ও সুযোগের কারণে সবার প্রত্যাশা শতভাগ পূরণ করতে পারিনি—এ জন্য দুঃখিত।”
রবিবার (৩০ নভেম্বর) বিকেলে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভাপতিত্ব করেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বাউফল উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম মোস্তফা। সঞ্চালনা করেন বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাই টিভির প্রতিনিধি মো. অহিদুজ্জামান ডিউক।
সভায় বক্তব্য রাখেন—
বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর-এর প্রতিনিধি সিদ্দিকুর রহমান, প্রেসক্লাব পটুয়াখালীর আহ্বায়ক ও আনন্দ টিভির প্রতিনিধি এম নাজিম উদ্দিন, দৈনিক জাতীয় অর্থনীতি-র প্রতিনিধি রাশেদুল ইসলাম ইজাজ, বাংলাদেশ প্রতিদিন-এর মাল্টিমিডিয়া প্রতিনিধি ইয়াকুব আলী রুবেল, প্রাইম টিভির প্রতিনিধি সবুজ সরকার, সাংবাদিক ক্লাবের এম জাফরান হারুন, সম্পাদক শফিকুল ইসলাম, বাউফল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন এবং জুলাই যোদ্ধা কাওসার হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
মশিউর রহমান মিলন, আবু রায়হান, মো. সোহেল গাজী, গোলাম কিবরিয়া সোহেল, মহিউদ্দীন খান, আলী আশরাফ, বাবুল হোসেন, ফারুক হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী ইউএনও আমিনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন সাংবাদিকরা।
বিআলো/ইমরান



