গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : এ.এফ.এম. তারেক মুন্সী
মো. ফখরুল ইসলাম সাগর, দেবিদ্বার (কুমিল্লা): ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কে অনুষ্ঠিত এই র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ.এফ.এম.তারেক মুন্সী। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন সরকার, দেবিদ্বার উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী মাসুদ হাসান। এ সময় বক্তৃতায় এ.এফ.এম. তারেক মুন্সী বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর সেনাবাহিনী ও সর্বস্তরের জনগণের সার্বিক সমর্থনের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। এই বিপ্লবের মূল চরিত্র ছিল সেনা ও জনতার ঐক্য, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিল।” তিনি আরও বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে জাতিকে নতুন পথ দেখিয়েছিলেন। আজ সেই গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।” সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মঞ্জুরুল হক সরকার, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আহামেদ ভিপি মাহফুজ, সদস্য সচিব আব্দুল আলিম পাঠান, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস. এম. ইমরান হাসান, ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম, উপজেলা যুবদল সভাপতি মোঃ নুরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনির নিজামী, পৌর যুবদল সভাপতি ইঞ্জিনিয়ার শাহ জামান মুন্সী, সাধারণ সম্পাদক মফিজুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিআলো/ইমরান



