গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আনোয়ারুজ্জামান আনোয়ার
হাতিরঝিলের টি অ্যান্ড টি কলোনিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর হাতিরঝিল থানাধীন ৩৬ নং ওয়ার্ডের টি অ্যান্ড টি কলোনিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায়। সভায় এলাকার জনগণের নানা সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সদস্য, সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক সফল কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার। তিনি বলেন, “দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। দলীয় শৃঙ্খলা ও সংগঠনগত ঐক্যই এখন আমাদের সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও বলেন, “যারা গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসনের পক্ষে, তাদের সবাইকে আজ ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে হবে—তবেই দেশের মানুষ মুক্তি পাবে।”
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এল রহমান। বিশেষ অতিথি ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য মোজাম্মেল হোসেন সেলিম ও মনিরুল ইসলাম রাহিমি।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন হাতিরঝিল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সফিউদ্দিন মাহমুদ শাহীন, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান কবির, শেরেবাংলা নগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ, এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুদ।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন হাতিরঝিল থানা বিএনপির সভাপতি কামরুল ইসলাম ফরহাদ। সভায় স্থানীয় ওয়ার্ড ও থানা বিএনপির নেতাকর্মীরা অংশ নিয়ে এলাকার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ, উন্নয়ন পরিকল্পনা এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে মতবিনিময় করেন।
নেতৃবৃন্দ বলেন, বিএনপির লক্ষ্য কেবল ক্ষমতা অর্জন নয়, বরং জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। এজন্য তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর তারা গুরুত্বারোপ করেন।
সভা শেষে স্থানীয় জনগণের নানা সমস্যা ও দাবি শুনে নেতারা যৌথভাবে সমাধানের আশ্বাস দেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অবিচল থাকার আহ্বান জানান।
বিআলো/তুরাগ