গণতন্ত্র পুনরুদ্ধার না হলে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে না : তানভীর হুদা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে মাঠে নেমেছেন দলটির নেতৃবৃন্দ। এরই অংশ হিসেবে চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বুধবার (২৭ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত মতলব দক্ষিণের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেন।
প্রথমে বিকেল ৩টা ৩০ মিনিটে মতলব বাজারের পানির ট্যাংকি এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা শুরু করেন তিনি। পরে মুন্সিরহাট বাজার, বরদিয়া আড়ং, মাষ্টার বাজার, নলুয়া চৌরাস্তা, কাজলি মোড়, কাজির বাজার, মতলব ওয়াপদা ও আইসিডিডিআরবি এলাকা ঘুরে সন্ধ্যা পর্যন্ত জনগণের হাতে হাতে বিএনপির ৩১ দফা কর্মসূচি পৌঁছে দেন। কর্মসূচির শেষ পর্যায়ে তিনি মতলব ম্যাক্সি স্ট্যান্ডে লিফলেট বিতরণ করেন।
এ সময় তানভীর হুদা বলেন, দেশ আজ এক সংকটময় সময় পার করছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা কর্মসূচি দিয়েছেন, তা বাস্তবায়ন করলেই মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে, সুশাসন ফিরে আসবে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে। আমি চাঁদপুর-২ আসনের মানুষকে আশ্বস্ত করতে চাই, আমরা আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনব এবং মানুষের জীবনমান উন্নত করব।
তানভীর হুদা বলেন, জনগণ আজ পরিবর্তন চায়। বিএনপির ৩১ দফা কর্মসূচি কোনো রাজনৈতিক কাগুজে প্রতিশ্রুতি নয়, বরং এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রূপরেখা। জনগণের সাথে সম্পৃক্ত না হলে কোনো রাজনৈতিক আন্দোলন সফল হয় না। তাই আমরা ঘরে ঘরে যাচ্ছি, মানুষের হাতে হাতে আমাদের কর্মসূচি তুলে দিচ্ছি। এই আন্দোলন জনগণের আন্দোলন, তাদের অধিকার ফিরে পাওয়ার সংগ্রাম।
লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে স্লোগান ও প্রচারণার মাধ্যমে জনসাধারণকে যুক্ত করতে আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সহ কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃর্ধা, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরো, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন, ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ফরাজী, মতলব উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রেহান উদ্দিন রাজন, মতলব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ ফরাজী, যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজী প্রমুখ।
বিআলো/ইমরান