গণতান্ত্রিক আন্দোলনে আলেম সমাজের অবদান অনস্বীকার্য: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের ক্রান্তিলগ্নে মানুষের অধিকার আদায় ও গণতান্ত্রিক আন্দোলনে আলেম সমাজের অবদান অনস্বীকার্য। তিনি বলেন, “সামনের দিনে আলেম সমাজকে পেছনে রেখে বা অবজ্ঞা করে বাংলাদেশ এগিয়ে যেতে পারে না।”
বুধবার রাজধানীর হাজারীবাগ পার্কে জামেয়া ইসলামিয়া দারুল হক্ব মাদ্রাসার ইফতা ও হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের দস্তারবন্দী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন–এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দ্বীনের খেদমত, সামাজিক-নৈতিক নেতৃত্ব এবং ভবিষ্যতের উন্নয়নযাত্রায় আলেম সমাজকে সর্বদা সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। সমাজে নৈতিকতা, ঐক্য ও আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টিতে সারাদেশে ক্বেরাত সম্মেলন আয়োজনের ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি হাজারীবাগ এলাকার রাস্তা-ঘাট, পরিবেশগত সমস্যা ও সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা।
অনুষ্ঠানে উপদেষ্টা ইফতা ও হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের পাগড়ি পরিয়ে দস্তারবন্দীর সম্মাননা প্রদান করেন।
আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে সভাপতিত্ব করেন প্রখ্যাত আলেম মাওলানা তানভীর আহমেদ সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন-বাংলাদেশের শীর্ষ ক্বারী শায়েখ আহমেদ বিন ইউসুফ আজহারী, ইরানের ক্বারী মাহদি গোলাম নেযাদ, মিশরের ক্বারী শেখ আহমেদ আল-জাহরি, ফিলিপাইনের ক্বারী নাজীর আসগর এবং পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান শাহ বুখারী।
বিআলো/এফএইচএস



