• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ঝালকাঠিতে সুধী সমাবেশ 

     dailybangla 
    19th Jan 2026 6:38 pm  |  অনলাইন সংস্করণ

    মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: গণভোটের প্রচার ও ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ঝালকাঠিতে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ২টা ৩০ মিনিটে ঝালকাঠি শিশু পার্কে জেলা প্রশাসন ঝালকাঠির আয়োজনে এবং ইসলামী ফাউন্ডেশনের সহযোগিতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, শক্তিশালী ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় সচেতন ভোটারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনই গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. মমিন উদ্দিন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং সিভিল সার্জন ডা. হুমায়ূন কবির।

    এ সময় আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তারা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    বক্তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং গণতান্ত্রিক সংস্কৃতি চর্চায় সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031