গণভোটে পক্ষ না নিতে সরকারি কর্মচারীদের নির্দেশ দেবে ইসি
নিজস্ব প্রতিবেদক: গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষ থাকার বিষয়ে কড়া বার্তা দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, গণভোট বিষয়ে সরকারি কর্মচারীরা ভোটারদের সচেতন করতে পারবেন, তবে ‘হ্যাঁ’ বা ‘না’ কোনো পক্ষেই অবস্থান নিতে পারবেন না। বিষয়টি স্পষ্ট করতে শিগগিরই সরকারকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
তিনি বলেন, গণভোটের প্রচারণায় সরকারি চাকরিজীবিদের অংশগ্রহণে বাধা নেই, কিন্তু ভোটের পক্ষে বা বিপক্ষে আহ্বান জানানো আইনত দণ্ডনীয় অপরাধ। নির্বাচন কমিশনের পর্যবেক্ষণে এসেছে, কিছু সরকারি কর্মকর্তা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে যুক্ত হচ্ছেন, যা আইন পরিপন্থী।
এর মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। সরকার পক্ষ থেকেও এ বিষয়ে ব্যাপক প্রচার চলছে, যা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, গণভোট অধ্যাদেশ ২০২৫-এর ২১ ধারা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৮৬ অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্মচারীরা ভোটারদের তথ্য দিতে পারবেন, তবে কোনোভাবেই ভোটের ফলাফল প্রভাবিত করার চেষ্টা করতে পারবেন না। আইন ভঙ্গ হলে শাস্তির বিধানও রয়েছে।
বিআলো/শিলি



