গণভোটে হ্যাঁ চায় জামায়াত
নিজস্ব প্রতিবেদক: সংস্কার ও সুশাসনের পক্ষে অবস্থান জানিয়ে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, দলীয় ভোট যাকে ইচ্ছা দেওয়া যেতে পারে, তবে দেশের বৃহত্তর স্বার্থে গণভোটে সবাই যেন ‘হ্যাঁ’ ভোট দেন। তার ভাষায়, দেশবাসী সংস্কার চায় এবং জামায়াত সেই সংস্কারের পক্ষেই রয়েছে।
তিনি আরও বলেন, জামায়াত নারীদের নিরাপত্তা বিষয়ে অত্যন্ত গুরুত্ব দেয় এবং তাদের বিশ্বাস, আগামী নির্বাচনে নারীরা জামায়াতকে প্রধান পছন্দ হিসেবে বিবেচনা করবে। তবে প্রচারণাকালে বিভিন্ন এলাকায় নারীরা বাধার মুখে পড়ছেন বলেও অভিযোগ করেন তিনি।
আগামী নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জনগণের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে এবং তারা আশা করেন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ সুশাসন নিশ্চিত করবে।
বিআলো/শিলি



