• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গণভোট নিয়ে জনসচেতনতা বাড়াতে দেশে বসছে বিলবোর্ড 

     dailybangla 
    02nd Jan 2026 7:00 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোট বিষয়ে জনগণকে অবহিত করতে নগর ও শহরাঞ্চলে বিলবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নগর ও শহরের জনবহুল এলাকায় ডিজিটাল ও ম্যানুয়্যাল বিলবোর্ড স্থাপন করে গণভোটের বিষয়বস্তু প্রচার করা হবে।

    বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র, প্যানেল মেয়র এবং প্রশাসকদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।

    সভায় সরাসরি অংশ নেন ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকরা। অন্যান্য সিটি করপোরেশন ও পৌরসভার প্রশাসকরা অনলাইনে যুক্ত হন। মোট ১২টি সিটি করপোরেশন ও ৩৩০টি পৌরসভার প্রতিনিধিরা সভায় অংশ নেন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য গণভোটের বিষয়বস্তু স্পষ্টভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও জনসমাগমস্থলে বিলবোর্ড স্থাপন করা হবে।

    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে তথ্যচিত্র প্রদর্শন, উঠান বৈঠক, ভোটের গাড়ি, ভিডিও কনটেন্ট ও বিভিন্ন সভার মাধ্যমে প্রচারণা চলছে।

    সভায় আরও সিদ্ধান্ত হয়, আগামী সাত দিনের মধ্যে গণভোটের লোগো, ব্যালটের নমুনা ও লিফলেট জনবহুল স্থানে প্রদর্শনের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ওপরও গুরুত্বারোপ করা হয়।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031