গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বসুন্ধরা গ্রুপের নিন্দা
নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যম প্রতিষ্ঠান, সম্পাদক ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
শনিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়, ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবীর এবং অন্যান্য সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনা গভীর উদ্বেগজনক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ। পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনার পরিপন্থী। ভিন্নমতের জবাব সহিংসতায় নয়, যুক্তি ও সংলাপের মাধ্যমে হওয়া উচিত।”
বসুন্ধরা গ্রুপ হামলার ঘটনায় দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। পাশাপাশি আহত সাংবাদিকদের দ্রুত আরোগ্য কামনা করে এবং হামলার শিকার গণমাধ্যম সংশ্লিষ্টদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বসুন্ধরা গ্রুপ স্বাধীন, দায়িত্বশীল ও নির্ভীক সাংবাদিকতার পক্ষে রয়েছে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে ভবিষ্যতেও দৃঢ় অবস্থান বজায় রাখবে।
বিআলো/এফএইচএস



