গণসংযোগে গুলিবর্ষণের ঘটনায় উত্তাল নারায়ণগঞ্জ: সুষ্ঠু তদন্তের দাবিতে বিএনপির প্রতিবাদ
রাজনীতিতে সহিংসতার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির শক্ত অবস্থান
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লার গণসংযোগকালে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার (১৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জে প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ্দুজামান মাসুদ। এ সময় নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদল পৃথক মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেয়।
শনিবার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাসুদ্দুজামান মাসুদের প্রতিবাদ সভা ও মিছিলে গিয়ে মিলিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের সদস্য সচিব মো. ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. মনির মল্লিক, মো. সেলিম হোসেন, মো. লিটন মিয়া, মো. জুয়েল হোসেন, মো. সফিকুল ইসলাম, মো. বাচ্চু দেওয়ান, মো. শহিদ হোসেন, মো. জামাই মনির, মো. মানিক, মো. জুয়েল হোসেন, মো. নজরুল, মো. আলী হোসেন, মো. হেলাল, মো. বিপ্লব, মো. আজিম সর্দার, মো. কামাল হোসেন মোল্লাসহ মহানগর শ্রমিকদলের আরও বহু নেতাকর্মী।
বক্তারা বলেন, নির্বাচন সামনে রেখে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলা গণতন্ত্রের জন্য হুমকি। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বিআলো/তুরাগ



