গণহ”ত্যার বি”চারের দাবিতে রাজশাহীতে শিবিরের জুলাই দ্রোহ
মীর তোফায়েল হোসেন, রাজশাহী: জুলাই গণহত্যার বিচার দাবিতে রাজশাহীর পুঠিয়ায় ‘জুলাই দ্রোহ’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার বিকেলে ছাত্রশিবির রাজশাহী জেলা পূর্ব শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে “জুলাই ট্র্যাজেডি: গণহত্যার বিচার চাই” স্লোগান সংবলিত ব্যানার হাতে মডেল মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারে এসে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তব্য দেন রাজশাহী জেলা পূর্ব শিবিরের সভাপতি মো. রুবেল আলী ও সেক্রেটারি মো. আব্দুর রব। বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নিরীহ মানুষদের গুলি করে হত্যা করা হয়েছিল। সেই নৃশংস হত্যাকাণ্ডের আজও বিচার হয়নি।”
তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং সতর্ক করে বলেন, “বিচার না হলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।” বক্তারা আরো বলেন, “এই বাংলায় ফ্যাসিবাদী আওয়ামী লীগের আর চলবে না। যারা খুনিদের পুনর্বাসনের চেষ্টা করবে, ছাত্রশিবির রাজপথে তাদের প্রতিরোধ করবে।”
সমাবেশ থেকে চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। তারা বলেন, “দেশে চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে ইসলামী ছাত্রশিবির।”
বিআলো/তুরাগ