গণহত্যা মামলায় তুরস্কে নেতানিয়াহুসহ ৩৮ জনের বিরুদ্ধে পরোয়ানা
আর্ন্তজাতিক ডেস্ক: ইস্তাম্বুল প্রসিকিউটর অফিস ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ৩৭ উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তুরস্কের অভিযোগ, গাজায় ইসরাইলের হামলা পরিকল্পিত ও ধারাবাহিক মানবাধিকার লঙ্ঘন।
ইস্তাম্বুলের শীর্ষ সরকারি কৌঁসুলির দপ্তর শুক্রবার এই পরোয়ানা জারি করেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল ক্যাটজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির।
তুরস্কের প্রসিকিউটরদের মতে, গাজায় ইসরাইলের হামলায় অর্ধনির্মিত তুর্কি-ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালও লক্ষ্যবস্তু ছিল। ২০২৪ সালে তুরস্ক দক্ষিণ আফ্রিকার সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে (আসিজি) এই মামলায় যোগ দিয়েছিল।
ইসরাইলের প্রতিক্রিয়া দ্রুত এসেছে। পররাষ্ট্রমন্ত্রী গিদন সার বলেন, “এই গ্রেফতারি পরোয়ানা তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের রাজনৈতিক প্রচারণার অংশ।”
এদিকে, ১০ অক্টোবর থেকে গাজায় নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আঞ্চলিক শান্তি পরিকল্পনার অংশ। সূত্র: সিএনএন-টাইমস অব ইন্ডিয়া
বিআলো/শিলি



