• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গত একদিনে ইসরায়েলি হামলায় গাজা-লেবাননে নিহত ৪১ 

     dailybangla 
    23rd Mar 2025 2:48 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজা ও লেবাননে প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল বাহিনী। এতে প্রতিদিনই বাড়ছে প্রাণহাণির সংখ্যা। তারই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় হামলায় আরও ৩৪ ফিলিস্তিনি ও ৭ লেবানিজ নিহত হয়েছন।

    নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। আহত হয়েছে আরও অনেকে। বর্বর এই হামলায় সেখানে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

    রবিবার (২৩ মার্চ) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

    সংবাদমাধ্যমটি বলছে, কথিত রকেট হামলার পর ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে বোমা হামলা চালিয়েছে। এতে ফলে সাতজন নিহত এবং আরও ৪০ জন আহত হয়েছেন। প্রাণঘাতী এই হামলা ও হতাহতের কারণে চার মাস আগে হিজবুল্লাহর সাথে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি বিপন্ন হতে পারে বলে মনে করা হচ্ছে।

    মূলত চার মাস আগে যুদ্ধবিরতির পর লেবাননের ওপর এটিই ইসরায়েল সবচেয়ে ভয়াবহ হামলা। ইসরায়েল জানিয়েছে, টায়ার এবং তুলিনে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা করা হয়েছে। কারণ ইসরায়েলি শহর মেটুলা লক্ষ্য করে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছিল। তবে সেই হামলার দায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অস্বীকার করেছে।

    এছাড়া গাজায় শনিবার ভোর থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে গাজা সিটিতে হামলায় নিহত পাঁচ শিশুও রয়েছে।

    অন্যদিকে ইয়েমেনি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আমেরিকা ইয়েমেনের ওপর হামলা অব্যাহত রেখেছে। হোদেইদা বিমানবন্দরে তিনটি এবং লোহিত সাগরের আল সালিফ বন্দরে আরেকটি হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৪৯ হাজার ৭৪৭ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ১ লাখ ১৩ হাজার ২১৩ জন আহত হয়েছেন।

    গাজার সরকারি মিডিয়া অফিস ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা আপডেট করে বলেছে অবরুদ্ধ এই উপত্যকায় নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি। কারণ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধারণা করা হচ্ছে।

    এমন অবস্থায় গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধের দাবিতে এবং যুদ্ধবিরতি চুক্তিতে ফিরে আসার দাবিতে হাজার হাজার ইসরায়েলি তেল আবিবের রাস্তায় নেমে এসেছেন। একইসঙ্গে তারা গাজা ভূখণ্ডে আটক অবশিষ্ট বন্দিদের বাড়িতে ফিরিয়ে আনার দাবিও জানাচ্ছেন।

    ইসরায়েলি মিডিয়া অনুসারে, গত শুক্রবার থেকে ইসরায়েলি বিমান বাহিনী গাজা, লেবানন এবং সিরিয়ায় ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031