গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, রেকর্ড রোগী ভর্তি
dailybangla
22nd Sep 2024 9:46 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৩১ জনের।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরে একদিনে ভর্তি হওয়া সর্বোচ্চ রোগীর সংখ্যা এটি।
এ বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৩৪ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৮২২ ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
এর মধ্যে ঢাকায় ১ হাজার ৪৯৪ জন। ১ হাজার ৩২৮ জন ঢাকার বাইরে।
বিআলো/শিলি