গত ৮ মাসে আটটি সংঘাত থামিয়ে নোবেল পাইনি ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত আট মাসে তিনি আটটি যুদ্ধ বা সংঘাত ঠেকিয়েছেন — তবু নোবেল শান্তিতে পুরস্কার পাননি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনকে উদ্ধৃত করে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ তথ্য জানা গেছে।
বুধবার (১৫ অক্টোবর) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমার মনে হয় না কোনো প্রেসিডেন্ট কখনও একটি যুদ্ধও থামাতে পেরেছেন। আমি গত আট মাসে আটটি যুদ্ধ থামিয়েছি। কিন্তু কি আমি নোবেল পেয়েছি? না। বিশ্বাস করা যায়?” তিনি নিজে বলেছিলেন, এ ব্যাপারটা অসম্ভব মনে হয়েছে, তবে আশা করছেন আগামী বছর পরিস্থিতি বদলে যেতে পারে। তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমি হয়তো লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি।”
ট্রাম্প আরও বলেন, মধ্যপ্রাচ্যে সফরকালে ও বিভিন্ন সাক্ষাৎকারে তিনি একই দাবি একাধিকবার করেছেন — গাজাসহ বিশ্বের আটটি সংঘাত সমাধানে তিনি ভূমিকা রেখেছেন। তিনি বলেছিলেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্ভাব্য টানাপোড়েন মেটাতে তিনি মধ্যস্থতা করতে আগ্রহী।
প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাণিজ্য-কৌশলকেও যুদ্ধ ঠেকাতে কার্যকর হাতিয়ার হিসেবে বর্ণনা করেছেন। তিনি দাবি করেছেন, শুল্ক আরোপের হুমকি ও বাণিজ্যনীতির সতর্কবার্তা দুই দেশকে উত্তেজনা কমাতে প্ররোচিত করেছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র সীমান্ত সংঘাতের সময় তিনি দুই দেশের নেতাদের বাণিজ্য ও শুল্ক বিষয়ে সতর্ক করেছিলেন এবং ফলত দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির প্রতি ইতিবাচক প্রভাব পড়েছিল।
এক পর্যায়ে ট্রাম্প ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত সার্জিও গোরকেও উৎসাহ দিয়ে বলেন, “আপনি আমাদের প্রতিনিধি; ওদের নয়। এখানে আপনার প্রতিনিধিত্ব স্পষ্ট থাকতে হবে।”
(সূত্র: এনডিটিভি অনুসারে)
বিআলোে/এফএইচএস