গফরগাঁওয়ে বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ
আয়নাল ইসলাম, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। দিবসটি উপলক্ষে উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও এক আলোচনা সভা।
রবিবার (৯ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে পৃথক পৃথক র্যালি বের হয়। র্যালিগুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার জামতলা মোড় মাঠে একত্রিত হয়। পরে সেখানে এক আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁওয়ের আন্দোলন-সংগ্রামের পরিচিত মুখ, দুঃসময়ের রাজপথের লড়াকু নেতা এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব এবি সিদ্দিকুর রহমান। তিনি র্যালি ও সমাবেশে নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন—গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম আর খাইরুল, শাহ আব্দুল আল মামুন, জালাল উদ্দিন, শহীদুর রহমান, বর্তমান যুগ্ম আহ্বায়ক ফখরুল হাসান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান স্বপন, আলামিন জনি, আমিনুল ইসলাম চঞ্চল, সাইফুল ইসলাম রিপনসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায়। সেদিন সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পথ সুদৃঢ় হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে শুরু হয়েছিল জাতীয়তাবাদী রাজনীতির নতুন জাগরণ।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির স্থগিত মনোনয়ন দ্রুত ঘোষণা করার দাবিও জানান।
তাদের বক্তব্য—“গফরগাঁওয়ের সর্বজন স্বীকৃত সৎ, নিষ্ঠাবান এবং ক্লিন ইমেজের নেতা আলহাজ্ব এবি সিদ্দিকুর রহমানকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হলে বিএনপি এখানে আরও সংগঠিত, শক্তিশালী ও গণচেতনা-ভিত্তিক রাজনীতি পুনরুদ্ধারে সফল হবে।”
র্যালি ও সমাবেশ চলাকালে পুলিশ প্রশাসন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে।
বিআলো/তুরাগ



