• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গবেষণায় উঠে আসা হারিয়ে যাওয়া কণ্ঠস্বর: রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ঢাকার পথশিশুরা 

     dailybangla 
    31st May 2025 10:27 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার জনপথে নিজেদের দাবি আদায়ের উদ্দেশ্যে সোচ্চার আজ জনগণ। কিন্তু এই পথেই যাদের ঘর, যাদের জীবিকার উৎস, সেই সকল সুবিধাবঞ্চিত শিশুদের কথা নিয়ে কোথাও হচ্ছে না কোনো জনসমাবেশ, কোনো র‍্যালি । দৃশ্যমান এই শিশুদের অধিকার আদায়ের জন্য গণমাধ্যমেও নেই কোনো আলোচনা। কিন্তু তিন দশকের ইতিযাস থেকে দেখা যায় শিশুরাই যে কোনো রাজনীতিক সংঘাত অস্থিরতা কিংবা সহিংসতায় ব্যাপকভাবে অতিগ্রস্ত হচ্ছে।

    অবহেলিত শিশুদের উপর রাজনৈতিক সংঘাতের ফলে সৃষ্ট সহিংসতার প্রভাব সম্মুখে তুলে ধরতেই, গ্লোবাল ফান্ড ফর চিলড্রেনের অর্থায়ান, একমাত্রা সোসাইট ও লিডো-এর যৌথ উদ্যোগে ‘ঢাকার সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর রাজনৈতিক সহিংসতার দীর্ঘমেয়াদি প্রভাবঃ জুলাই-আগস্ট ২০২৪ প্রেক্ষাপট” নামক একটি গবেষণার পরিচালনা করে। আলোচ্য গবেষণাটিতে পথে বসবাসরত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত ৭০ জন শিশুর সাথে করা কেস স্টাডি থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করা হয়েছে। কেস স্টাডিট ব্যাপকভাবে সহিংসতা ছড়িয়ে পড়া এলাকাগুলোকে চিহ্নিত করে, গভীর সাক্ষাৎকারেরের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। পরবর্তী ধাপে সুবিধাবঞ্চিত ও ক্ষতিগ্রস্ত এই শিশুদের এধরণের ক্রান্তিকালে সাহায্যের লক্ষ্যে মাঠপর্যায়ে নিয়োজিত এনজিও কর্মী, হাসপাতালে কর্মরত চিকিৎসক, মনোবিজ্ঞানী, পুলিশ এবং পথশিশুদের সেবাদাসে নিয়োজিত প্রতিষ্ঠানের ব্যাক্তিবর্গের সাথে ‘কী-ইনফমেন্ট ইন্টারভিউ’ এবং ‘ফোকাসড গ্রুপ ডিসকাশন’ সম্পন্ন করা হয়।

    পবেষণাত এসেছে সাইংসতা চলাকালীন সময়ে তাদের সম্পৃক্ততা, তাদের অংশগ্রহণ করা বা না করার প্রেরণা, সহিংসতায় তাদের শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতির বিবরণ। এছাড়াও সহিংসতা ও কারফিউ পরবর্তী সময়ে অবহেলিত শিশুদের সার্বিক অবস্থা, তাদের দৈনন্দিন জীবনে বেড়ে ওঠা নতুন অসঙ্গতির চিত্র। গবেষণায় আরো উঠে এসেছে সুবিধাবঞ্চিত এই শিশুদের মৌলিক অধিকার ও নিরাপত্তার জন্য তাদের জন্য নিয়োজিত প্রতিষ্ঠানগুলো, সরকার, রাজনীতিবিদ, চিকিৎসক ও মনোবিজ্ঞানীদের প্রতি সুপারিশ।

    আজ ৩১ মে, রাজধানীর জাতীয় প্রেসক্লাবে, আবদুস সালাম মিলনায়তনে অনুষ্ঠিত হয় গবেষণাটির Voices Lost in Violence Understanding the Long-term Impact of Pulitical Violence on the Mental and Physical Health of Underprivileged Children Living on the Streets of Dhaka’ নামক গবেষণা ফলাফল উপস্থাপন ও গবেষণা সমাপনী অনুষ্ঠান।

    অনুষ্ঠানের প্রারম্ভ হয় রাজনৈতিক সহিংসতায় নিহত হওয়া নাম না জানা সকল পথশিশ্বর জন্য নিরবতা পালনের মাধ্যমে। তারপর, লোকাল এডুকেশন এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিয়ে) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিক্সানক জনাব ফরহাদ হোসেন প্রারম্ভ বক্তব্য রাখেন। তারই ধারাবাহিকতায় গবেষণাটির প্রধান গবেষক এবং একমাত্রা সোসাইটির পরিচালক অধ্যাপক ড. নিলয় রঞ্জন বিশ্বাস গবেষণার ফলাফল অতিথিদের সামনে তুলে ধরেন। এরপর গবেষণার ফলাফল ও রাজনৈতিক সহিংসতার বিরূপ প্রভাব সুবিধাবঞ্চিত শিশুদের সংগ্রাম মুখর জীবনকে যে আরো দুর্বিষহ করে তুলছে সে বিষয়ে ও তার থেকে পরিত্রাণের জন্য করণীয় বিষয়াদি নিয়ে আমন্ত্রিত আলোচকবৃন্দ তাদের নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন। আলোচনায় পর্যায়ে সুবিধাবঞ্চিত শিশু ও তাদের মায়েরা তুলে ধরেন পথে তাদের কষ্টকর জীবন সংগ্রামের তথ্য।

    অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্যে একমাত্রা সোসাইটির নির্বাহী পরিচালক জনাব শুভাশীষ রায় উপস্থিত সকলের উদ্দেশ্যে সুবিধাবঞ্চিত শিশুদের রাজনৈতিক সহিংসতার ফলে সৃষ্ট দুরাবস্থার করুণ চিত্র তুলে ধরেন। তিনি তাদের সার্বিক নিরাপত্তা ও অধিকার আদায়ের জন্য একত্রিত ও সচেষ্ট হতে সকলকে আহ্বান জানান।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031