গভীর রাতে নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়েছে নথি
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলার একটি কক্ষে গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এতে পুরোনো ভোটারসংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র ও অফিস সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার ভোররাতে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নির্বাচন অফিস সূত্র জানায়, মুখে মাস্ক পরিহিত এক বা একাধিক দুর্বৃত্ত জানালার কাঁচ ভেঙে অথবা খুলে ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় কার্যালয়ের দারোয়ান বিষয়টি টের পেয়ে চিৎকার করলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়দের তৎপরতায় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে ২০০৮ ও ২০০৯ সালের ভোটার সংক্রান্ত কিছু ফরমসহ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি এবং একটি অকেজো ডেস্কটপ সিপিইউ পুড়ে গেছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান নির্বাচন কার্যালয়গুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছেন।
বিআলো/শিলি



