গভীর রাতে পূজা মণ্ডপ পরিদর্শনে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন
মো. মনির হোসেন, নারায়ণগঞ্জ: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের পরিবেশ নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এরই অংশ হিসেবে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), মঙ্গলবার গভীর রাতে ফতুল্লা থানাধীন একাধিক পূজা মণ্ডপ হঠাৎ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিমা নির্মাণের অগ্রগতি, সাজসজ্জা, পূজা আয়োজনের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি। এ সময় পুলিশ সুপার পূজা উদ্যোক্তাদেরকে দায়িত্বশীলভাবে কাজ করার পাশাপাশি সতর্ক থাকার আহ্বান জানান এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
গভীর রাতের এ পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন ক সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামান, ফতুল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের উপস্থিতি এবং তৎপরতা দেখে স্থানীয় উদ্যোক্তা ও সাধারণ মানুষ আশ্বস্ত হন।
পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি এলাকায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরাও কাজ করবেন। আমরা চাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করুক এবং কোনো ধরনের অঘটন না ঘটুক।”
নারায়ণগঞ্জ জেলা পুলিশের এ উদ্যোগে পূজা উদ্যোক্তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, পুলিশের এমন তৎপরতা ও দায়িত্বশীল ভূমিকা সনাতন ধর্মাবলম্বীদের মনে আস্থা ও স্বস্তি জাগিয়েছে। এতে পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে তারা আশা প্রকাশ করেন।
বিআলো/তুরাগ