• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গলাচিপায় গোলখালী ইউপি সদস্যের বিরুদ্ধে প্রশাসকের সঙ্গে অসদাচরণের অভিযোগ 

     dailybangla 
    23rd Oct 2025 9:38 pm  |  অনলাইন সংস্করণ

    মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলার ২নং গোলখালী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মো. আবু সাইদের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের প্রশাসকের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে।

    ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে। অভিযোগকারী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাসুদ জানান, ২৩ দিনের নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে পড়া জেলেদের জন্য বরাদ্দ ভিজিএফের চাল ১৫ অক্টোবর থেকে বিতরণের কথা থাকলেও ইউপি সদস্য আবু সাইদ তা যথাসময়ে বিতরণ না করে দায়িত্বে গাফিলতি করেন।

    এ ঘটনায় বুধবার (২২ অক্টোবর) তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার গ্রাম পুলিশ সিরাজুল ইসলামের মোবাইল ফোন (০১৭৮৭২৪৩৫৭৯) ব্যবহার করে প্রশাসককে ফোন দেন আবু সাইদ মেম্বার। কথোপকথনের একপর্যায়ে তিনি প্রশাসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

    প্রশাসক মাসুদ বলেন, ঘটনার সময় আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সরকারি কাজে উপস্থিত ছিলাম। এর আগেও ৪ অক্টোবর মোবাইল নম্বর ০১৭১৯৭৩৩৮৯৩ থেকে কল করে একই ইউপি সদস্য আমার সঙ্গে অশোভন আচরণ করেছিলেন।

    তিনি আরও জানান, এ বিষয়ে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

    গ্রাম পুলিশ সিরাজুল ইসলাম বলেন, “আমার মোবাইল ব্যবহার করে সাইদ মেম্বার প্রশাসককে মারার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতেও লাঞ্ছিত করার হুমকি দেন।”

    অভিযোগের বিষয়ে ইউপি সদস্য আবু সাইদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

    গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031