গলাচিপায় টেকসই বেড়িবাঁধের অভাবে বন্ধ আন্তঃজেলা যোগাযোগ: জনজীবন চরম ঝুঁকিতে
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর গলাচিপা উপজেলার রামনাবাদ নদীর পাড়ে টেকসই বেড়িবাঁধের অভাব এখন জনজীবনের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। নদীভাঙন ও বন্যার ঝুঁকিতে বন্ধ হয়ে গেছে আন্তঃজেলা সড়ক যোগাযোগ। একইসঙ্গে হুমকির মুখে রয়েছে এলাকার বহু মূল্যবান স্থাপনা ও ঐতিহ্য।
ডাকুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, মাদ্রাসা, হাট-বাজার, হাজার হাজার একর কৃষিজমি এবং প্রয়াত সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আলতাফ মাহমুদের সমাধি-সবকিছুই এখন রামনাবাদ নদীর করালগ্রাসের ঝুঁকিতে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে তারা টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে এলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। ফলে নদীর ভাঙন প্রতিদিন গিলে খাচ্ছে জনপদ, হারিয়ে যাচ্ছে বহু প্রজন্মের ঐতিহ্য ও বসতভিটা।
স্থানীয়দের ভাষায়, রামনাবাদ নদীর বিস্তৃত কূল ঘেঁষে গড়ে ওঠা শত বছরের স্থাপনা ও জনপদ অচিরেই মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে। তাদের প্রত্যাশা-সরকার দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে রক্ষা করে নিরাপদ সড়ক যোগাযোগ পুনঃস্থাপন করবে।
এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি একটি এলাকার অস্তিত্ব রক্ষা, মানুষের জীবন ও জীবিকা রক্ষার প্রশ্ন বলে মনে করছেন সচেতন মহল।
তথ্যচিত্র: মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী
বিআলো/এফএইচএস