গলাচিপায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু
মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী : পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সামসুন নাহার (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সামসুন নাহার উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গুরিন্দা গ্রামের আজাহার মিয়ার স্ত্রী।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, জ্বরে আক্রান্ত অবস্থায় সামসুন নাহার গত শনিবার (১৮ অক্টোবর) হাসপাতালে ভর্তি হন। রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। তিন দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে পরিবারের সদস্যরা তাকে সেখানে নেওয়ার আগেই তিনি মারা যান।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ পর্যন্ত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে এবং বর্তমানে আরও সাতজন রোগী ভর্তি রয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আবারও ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিআলো/এফএইচএস



