• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গলাচিপায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫-এর শুভ উদ্বোধন 

     dailybangla 
    02nd Jul 2025 8:30 pm  |  অনলাইন সংস্করণ

    পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় তিন দিনব্যাপী “ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫” এবং ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে রোপা আমন, মরিচ, নারিকেল, আম, তাল, লেবু চারা সহ বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে প্রান্তিক কৃষকদের মাঝে।

    মেলার উদ্বোধন করেন পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এইচ এম শামীম। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, কৃষি প্রণোদনার মূল উদ্দেশ্য হলো-প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের অনুপ্রাণিত করা, যাতে তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে পারে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। মেলার সার্বিক দিক এবং কৃষি প্রণোদনা বিষয়ক উপস্থাপনা তুলে ধরেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরজু আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মো. হাফিজুর রহমান, আহ্বায়ক, গণঅধিকার পরিষদ, মো. জাকির হোসেন, উপজেলা আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামি, ড. সজল দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মো. খালিদ হোসেন মিল্টন, সভাপতি, গলাচিপা প্রেসক্লাব।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান।

    উল্লেখ্য, গলাচিপা উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৬,৮০০ জন কৃষকের মাঝে বিভিন্ন প্রকার ফলদ বৃক্ষ, ঔষধি গাছের চারা, উন্নতমানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়। মেলায় ১১টি স্টলে ফল, সবজি, মাছ চাষ, কৃষি প্রযুক্তি ও নার্সারির প্রদর্শনীর আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থীসহ অনেকে অংশ নেন এবং গাছের চারা ক্রয় করেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930