• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গলাচিপায় পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

     dailybangla 
    29th Oct 2025 9:34 pm  |  অনলাইন সংস্করণ

    মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী: উৎসবমুখর পরিবেশে পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

    মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৫টায় গলাচিপা পৌর যুবদলের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে পোস্ট অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গলাচিপা থানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

    র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ইনশাআল্লাহ বাস্তবায়ন করা হবে। তাই সাধারণ মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে এবং দেশের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন।

    এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহিন, রতনদীতালতলী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. জামাল আকন, পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মজিবর, যুবদল নেতা মু. রুবেল ও মো. মাসুদ, পানপট্টি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জসিম মিয়া ও সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বশির রহমান উদয়, শ্রমিক দলের নেতা মো. দেলোয়ার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আল নোমান ও আল আমিন সিকদার, সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত আহম্মেদ প্রমুখ।

    এছাড়াও গোলখালী, পানপট্টি ও রতনদীতালতলী ইউনিয়নসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031