গলাচিপায় বজ্রপাতে দুটি গরু নিহত
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ চরখালী গ্রামে বজ্রপাতে দুটি গরু নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত গরুগুলোর মালিক ওই এলাকার খালেক হাওলাদার।
জানা গেছে, রোববার (১৩ জুলাই) বেলা আনুমানিক ১১টার দিকে খালেক হাওলাদার প্রতিদিনের মতো একটি গাভী ও একটি বলদ গরু ঘাস খাওয়ানোর জন্য বিলের মধ্যে নিয়ে যান। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই গরু দুটি মারা যায়।
গরুর মালিক খালেক হাওলাদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, এটা আমার অনেক বড় ক্ষতি। অতিবৃষ্টির কারণে গরু আনতে বিলম্ব হচ্ছিল, এর মধ্যেই বজ্রপাতে আমার দুটি গরু মারা গেল।
এ বিষয়ে গলাচিপা উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রানা আহমেদ বলেন, বজ্রপাতে গরু নিহতের ঘটনায় আমরা লোক পাঠিয়ে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সরকারি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
বিআলো/এফএইচএস