• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গলাচিপায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ পালিত 

     dailybangla 
    16th Oct 2025 3:40 pm  |  অনলাইন সংস্করণ

    মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী: “হাত ধোয়ার নায়ক হোন” (Be a Hand Washing Hero) প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৫’।

    বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় কালিকাপুর নুরিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং বেসরকারি সংস্থা ব্র্যাক ওয়াশ প্রোগ্রামের সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, ওয়াশ পয়েন্ট উদ্বোধন, হাত ধোয়া প্রদর্শনী, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা।

    অনুষ্ঠানে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. গোলাম সগীর, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মো. বাহাউদ্দিন খলিফা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. মাসুদ রানা, এবং উপজেলা সমাজসেবা সহকারী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সাইয়ুম।
    এছাড়া ব্র্যাকের প্রতিনিধিদল থেকে পলাশ বড়ুয়া, দুর্জয় দাস ও মো. ওবায়দুল্লাহ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

    প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদুল হাসান বলেন, যেখানে সারা বিশ্ব মৃত্যুর সংখ্যা নিয়ে হিমশিম খাচ্ছিল, সেখানে বাংলাদেশ তুলনামূলকভাবে মৃত্যুর হার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে—এটি জনগণের সচেতনতারই ফল।

    হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে অনেক রোগ প্রতিরোধ সম্ভব। খাবারের আগে পরিষ্কার পানি ও সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাসই সুস্থ জীবনের মূল চাবিকাঠি।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031