গলাচিপায় সালিশের নামে অর্থ আত্মসাতের অভিযোগ চেয়ারম্যান টুটুর বিরুদ্ধে
মোঃ ফরহাদ হোসেন বাবু, গলাচিপা: পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন টুটুর বিরুদ্ধে সালিশের আশ্বাসে টাকা নিয়ে আত্মসাতের অভিযোগ করেছেন ভুক্তভোগী একটি পরিবার। তিন বছরেও বিরোধ নিষ্পত্তি না হওয়ায় এবং অর্থ ফেরত না পাওয়ায় চরম অসহায়তার মধ্যে রয়েছেন অভিযোগকারী পরিবারটি।
ভুক্তভোগী টিপু মোল্লা (৩৫) ও তার বড় ভাই কামাল মোল্লা (৪২) অভিযোগ করে জানান, ২০২২ সালে পৈতৃক জমিজমা নিয়ে শরিকদের সঙ্গে বিরোধ দেখা দিলে স্থানীয়ভাবে মীমাংসার জন্য গলাচিপা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটুর শরণাপন্ন হন। তখন চেয়ারম্যান সালিশের আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে ৬০ হাজার টাকা জামানত, ২৬ হাজার টাকা চাষাবাদ খরচ এবং উৎপাদিত ধানের মূল্য বাবদ ৯৩ হাজার টাকা গ্রহণ করেন। সবমিলিয়ে মোট ১ লাখ ৯০ হাজার টাকা চেয়ারম্যানের হেফাজতে থাকে।
তারা অভিযোগ করেন, প্রায় তিন বছর পেরিয়ে গেলেও চেয়ারম্যান কোনো সালিশ করেননি এবং টাকাও ফেরত দেননি। পরে একাধিকবার টাকা ফেরতের জন্য তাগিদ দিলে চেয়ারম্যান মাত্র ২৬ হাজার টাকা ফেরত দেন। বাকি টাকা ফেরতের প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত দেননি।
টিপু মোল্লা বলেন, আমার মা এবং ভাই জটিল রোগে ভুগছেন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। আমরা গলাচিপা থানায় ও ক্যাম্প কমান্ডারের কাছে অভিযোগ করেছি। কিন্তু চেয়ারম্যান কেবল আশ্বাস দিয়েছেন, টাকা ফেরত দেননি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটুর বিরুদ্ধে পূর্বেও নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে এসেছে, যার বেশ কিছু সংবাদ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে তৎকালীন সরকারের প্রশাসন বিষয়টিতে নিরব ভূমিকা পালন করেছে বলে অভিযোগ এলাকাবাসীর।
প্রসঙ্গত, ২৩ জুন ২০২৫ একটি মামলার কারণে চেয়ারম্যান টুটু পটুয়াখালী জেলা কারাগারে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বিআলো/এফএইচএস