গলাচিপায় সেতু ভেঙে পড়ায় দুর্ভোগ, পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন
মোঃ ফরহাদ হোসেন বাবু, গলাচিপা: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় একটি সংযোগ সেতু ভেঙে পড়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। ক্ষতিগ্রস্ত ওই সেতুটি দ্রুত পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় দুই ইউনিয়নের বাসিন্দারা।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে পানপট্টি ইউনিয়ন ও গলাচিপা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল ব্রীজ বাজার সংলগ্ন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনসাধারণ, শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, বোয়ালিয়া খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে পড়ার পর দুই ইউনিয়নের যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে সেতুটি চলাচলের অনুপযোগী থাকায় স্থানীয়দের দুর্ভোগ চরমে উঠেছে। বিশেষ করে কৃষিনির্ভর এলাকার মানুষ তাদের উৎপাদিত পণ্য বাজারে নিতে পারছেন না, ফলে ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা।
শিক্ষার্থীরাও নিয়মিত স্কুলে যেতে পারছেন না। ভাঙা সেতুর কারণে তাদের যাতায়াত ব্যাহত হচ্ছে। রোগী পরিবহনে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে বলেও জানানো হয় মানববন্ধনে।
বক্তারা আরও বলেন, বোয়ালিয়া খালে কচুরিপানা থাকায় নৌকাও সহজে চলতে পারে না, ফলে দুই ইউনিয়নের মানুষের যাতায়াত কার্যত বন্ধ হয়ে গেছে। এই সেতুটি দুই ইউনিয়নের মানুষকে একসূত্রে বেঁধে রেখেছিল। সেটি ভেঙে পড়ায় স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে।
স্থানীয়রা জানান, প্রায় ৪০০ ফুট দৈর্ঘ্যের সেতুটি ১৯৯৯-২০০০ অর্থবছরে নির্মাণ করা হয়। ২০২১ সালে সেতুর বেশির ভাগ পিলার ও অ্যাঙ্গেল পুরনো হয়ে ভেঙে যাওয়ায় এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সে সময় গলাচিপা উপজেলা এলজিইডির নির্বাহী কর্মকর্তার বক্তব্যসহ এ বিষয়ে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকায় সংবাদ প্রকাশ করা হলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় তা সংস্কার হয়নি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে ভেঙে পড়া সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
বিআলো/এফএইচএস