গলাচিপায় স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তি প্রয়োগ মেলার উদ্বোধন
মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা (পটুয়াখালী): পটুয়াখালীর গলাচিপা উপজেলায় স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দুই দিনব্যাপী মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই আয়োজনে অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি সেবা সংস্থার প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টায় গলাচিপা উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত মেলায় ১০টি স্টলে প্রদর্শন করা হয় স্থানীয়ভাবে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি ও সৃজনশীল কাজ। এসব স্টলে স্কুল-কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিগত প্রকল্প উপস্থাপন করেন।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ও সেমিনারে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন: উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন,উপজেলা প্রকৌশলী, মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ এবং গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন।
সেমিনারটি সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন নবী।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিএসআইআর-এর সাইন্টিফিক অফিসার জনাব মো. জসিম উদ্দিন।
সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদুল হাসান বলেন, “প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে মানুষের জীবনমান উন্নত করার দিকেই আমাদের লক্ষ্য। সময়োপযোগী ও লাগসই প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি সম্ভব।”
স্থানীয় উদ্ভাবন ও প্রযুক্তিকে জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।
বিআলো/সবুজ