গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় আর নেই
নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী ॥
গলাচিপা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাকের গলাচিপা প্রতিনিধি এবং আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয় (৫৬) আর নেই। শুক্রবার রাত ১১টা ৫৬ মিনিটে তিনি মাদারীপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সমিত কুমার দত্ত মলয় দীর্ঘদিন শিক্ষকতা ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। গলাচিপার শিক্ষা, সমাজ ও সংস্কৃতিতে তার বিশেষ অবদান রয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র ছেলে ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তার মৃত্যুতে গলাচিপা প্রেসক্লাব, শিক্ষক সমাজ, রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। সহকর্মীরা জানান, আমরা শুধু একজন সাংবাদিককে নয়, হারিয়েছি এক নেতৃত্বদায়ী ব্যক্তিত্বকে। এটি সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।
শনিবার সকালে তার মরদেহ নিজ গ্রাম ডাকুয়া ইউনিয়নের আটখালীতে নিয়ে যাওয়া হয়। সেখানে আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শেষ শ্রদ্ধা নিবেদনের পর শেষকৃত্য সম্পন্ন হয়।
বিআলো/এফএইচএস