গাইবান্ধায় আশার আলো ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত
তৌফিকুল ইসলাম প্রধান (মহন), গোবিন্দগঞ্জ: গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার দোসীমানায় প্রত্যন্ত এলাকায় আশার আলো ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২৬ এর প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৪টায় পলাশবাড়ী উপজেলার দক্ষিণ ভগবানপুর গ্রামে আশার আলো খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার। বরিশাল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু।
এ সময় আরও উপস্থিত ছিলেন আশার আলো খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রউফ বিপুল, সাধারণ সম্পাদক ফিরোজ কবীর, গোলাম রব্বানী টিটন, কোষাধ্যক্ষ মোস্তাফিজার রহমান পলাশ, ওমর ফারুক সরকার প্রমুখ।
প্রথম সেমিফাইনালে দিনাজপুরের ঘোড়াঘাট কিংস ফুটবল একাডেমি ৪-২ গোল ব্যবধানে নবাবগঞ্জের দাউদপুর ফুটবল একাডেমিকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। বিজয়ী দলের পক্ষে ইমরান হ্যাট্রিক গোল করেন এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
বিআলো/ইমরান



