গাইবান্ধায় তীব্র নদীভাঙন: পানি কমলেও থামছে না দুঃস্বপ্ন
dailybangla
29th Oct 2025 10:25 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: বর্ষা শেষে পানি কমলেও গাইবান্ধার তিস্তা, করতোয়া ও ব্রহ্মপুত্র নদের তীরে চলছে ভয়াবহ ভাঙন। গত এক মাসে জেলার তিন উপজেলার অন্তত ২০টি স্থানে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক বিঘা ফসলি জমি, অর্ধশত ঘরবাড়ি ও নানা স্থাপনা।
ফুলছড়ির রতনপুর, কঞ্চিপাড়া, কটিয়ারভিটা ও সুন্দরগঞ্জের কাপাশিয়া-লালচামার এলাকায় প্রতিদিন নতুন করে ফসলি জমি নদীতে তলিয়ে যাচ্ছে। জীবিকা হারিয়ে দিশেহারা মানুষ স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা দাবি করছেন।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রেজাউল করিম জানান, “জরুরি ভিত্তিতে বিভিন্ন স্থানে জিও ব্যাগ ফেলা হচ্ছে। পাশাপাশি স্থায়ী ভাঙনরোধ প্রকল্প গ্রহণের উদ্যোগ চলছে।”
স্থানীয়দের দাবি- তাৎক্ষণিক ব্যবস্থা নয়, স্থায়ী বাঁধ নির্মাণই এখন সময়ের দাবি।
বিআলো/শিলি



