গাছ থেকে পেরেক-তারকাটা উত্তোলনে ইবিতে গ্রীন ভয়েসের ক্যাম্পেইন
ইবি প্রতিনিধি: ক্যাম্পাসের অভ্যন্তরে গাছের মধ্যে পেরেক মেরে ও তারকাটা ব্যবহার করে ব্যানার-পোস্টার লাগানোর বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। এ সময় গাছের গায়ে লাগানো ব্যানার, পোস্টার, পেরেক ও তারকাটা খুলে ফেলেন সংগঠনটির সদস্যরা।
সোমবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর, ঝাল চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ‘তারকাটা ও পেরেক উত্তোলন ক্যাম্পেইন’ পরিচালনা করা হয়। কর্মসূচি শেষে সংগঠনের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সঙ্গে কথা বলেন এবং ক্যাম্পাসে গাছের মধ্যে পেরেক মেরে বা তারকাটা দিয়ে ব্যানার-পোস্টার লাগানো নিষিদ্ধ করার দাবি জানান।
ইবি গ্রীন ভয়েসের সভাপতি মো. ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, “আমরা মানুষ হয়ে প্রায়ই ভুলে যাই—গাছেরও জীবন আছে। পেরেক বা তারকাটা ঢোকানোর ফলে গাছের ছাল ও ভেতরের টিস্যু কেটে যায়। মানুষের শরীরে যেমন ক্ষত সৃষ্টি হয়, গাছের ক্ষেত্রেও ঠিক তেমনই ক্ষত তৈরি হয়।”
তিনি আরও বলেন, “এই ক্ষতস্থান দিয়ে ছত্রাক, ব্যাকটেরিয়া ও পোকামাকড় সহজেই প্রবেশ করে, যা গাছকে ধীরে ধীরে অসুস্থ করে তোলে। গাছের ভেতরের যে নালীগুলো দিয়ে পানি ও খাদ্য পরিবহন হয়, সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় গাছ দুর্বল হয়ে পড়ে। ফলে গাছের বৃদ্ধি কমে যায়, পাতা ঝরে পড়ে এবং একসময় গাছ মারা যেতে পারে।”
তিনি দাবি করেন, গাছের গায়ে ব্যানার, পোস্টার ও পেরেক লাগানো থাকলে ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয় এবং পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়। তাই ক্যাম্পাসের অভ্যন্তরে গাছের মধ্যে সব ধরনের ব্যানার ও পোস্টার লাগানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বিআলো/ইমরান



