• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গাজায় আল-জাজিরার ৫ কর্মী নিহত 

     dailybangla 
    11th Aug 2025 11:12 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: গাজা সিটির আল-শিফা হাসপাতালের বাইরে আল-জাজিরার সাংবাদিক ক্যাম্পে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। রবিবার রাতে সংঘটিত এই হামলায় গণমাধ্যমটির পাঁচ কর্মী নিহত হয়েছেন।

    নিহতদের মধ্যে রয়েছেন গাজার পরিচিত সাংবাদিক আনাস আল-শরিফ (২৮), সংবাদদাতা মোহাম্মদ ক্রেইকেহ, ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের, মোয়ামেন আলিওয়া এবং সহকারী মোহাম্মদ নুফাল। হামলার সময় তারা গাজা সিটিতে বোমাবর্ষণের খবর ও ছবি সংগ্রহ করছিলেন।

    ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে ঘটনাটির দায় স্বীকার করে দাবি করেছে, আনাস আল-শরিফ হামাসের একটি সশস্ত্র ইউনিটের নেতা ছিলেন। তবে আল-জাজিরা ও সহকর্মীরা এই দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন।

    আল-জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, আল-শিফা হাসপাতালের প্রধান গেটের কাছে সাংবাদিকদের তাঁবু লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

    ২০২৩ সাল থেকে চলমান ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজায় অন্তত ৬১ হাজার ৪৩০ জন নিহত ও এক লাখ ৫৩ হাজার ২১৩ জন আহত হয়েছেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031