গাজায় ইসরায়েলির আগ্রাসনের প্রতিবাদে কয়রা ইমাম পরিষদের বিক্ষোভ
মুশফিকুর রহমান (কয়রা) খুলনা: ফিলিস্তিনের গাজায় প্রতিদিনই হাজার হাজার মানুষের উপর নারকীয় হত্যাকাণ্ড চালাচ্ছে ইজরাইল প্রশাসন। ইসরাইলের অমানবিক নৃশংশ হত্যাকাণ্ডের প্রতিবাদে খুলনার কয়রায় স্মরণকালের বৃহত্তর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) কয়রা উপজেলা ইমাম পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এই মিছিলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কয়রার ইতিহাসে এক মাইল ফলক, যা স্থানীয় ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে।
সকাল ১০টায় শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলটি কয়রার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কয়রা মদিনাবাদ হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে এক বিশাল প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের কিছু পরাশক্তির সমর্থনে ইসরায়েল যে গণহত্যা শুরু হয়েছে তা আজ নয় বহুদিন আগে থেকে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল হামলা, গণহত্যা চালালেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিবাদ চোখে পড়েনি। বক্তারা গাজায় নিরীহ মুসলমানদের উপর ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধের জোর দাবি তোলেন।
প্রতিবাদ সমাবেশে উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মিজানুর রহমান বলেন, “গাজায় যে নারকীয় হত্যাযজ্ঞ চলছে, তা কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। কয়রার ইতিহাসে আজকের এই অভূতপূর্ব জনসমাগম প্রমাণ করে, ফিলিস্তিনের মজলুম মানুষের পাশে এদেশের মানুষ ঐক্যবদ্ধ। এই অন্যায় বন্ধ না হলে আমাদের প্রতিবাদ আরও জোরালো হবে। তিনি এই ঐতিহাসিক মিছিলে অংশ নেওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওঃ শরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে খুলনা জজ কোর্টের এজিপি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান বলেন, আজ কয়রার মানুষ যে বার্তা দিয়েছে, তা বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া উচিত। আমরা শান্তিপ্রিয়, কিন্তু কোনো ধরনের অন্যায়কে আমরা সমর্থন করি না। পাইকগাছা উপজেলা ঈমাম পরিষদের সভাপতি মুফতী কুদরুতুল্লাহ কাসেমী এই বিশাল জনসমাগমকে ফিলিস্তিনের প্রতি কয়রাবাসীর গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন।
এছাড়াও, অনন্যদের মধ্যে বক্তৃতা করেন কয়রা উপজেলা ঈমাম পরিষদের সহ-সভাপতি শেখ সায়ফুল্লাহ, মুফতি জমিরুল ইসলাম, মাওলানা আইয়ুব আলী কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম প্রমুখ।
বিআলো/তুরাগ