• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ৭৩, ত্রাণপ্রত্যাশী নিহত ৩৩ জন 

     dailybangla 
    03rd Jul 2025 4:17 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় আবারও রক্তাক্ত হলো একদিন। বৃহস্পতিবার সকাল থেকে এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৩ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ৩৩ জনই ছিলেন ত্রাণের আশায় জড়ো হওয়া সাধারণ মানুষ।

    আল জাজিরার খবরে হাসপাতাল সূত্রের বরাতে জানানো হয়েছে, হামলায় গুরুতর আহত হয়েছেন শতাধিক মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত “গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন” পরিচালিত ত্রাণ বিতরণকেন্দ্রগুলোর আশপাশে ‘উসকানিহীন গুলিবর্ষণ’ এবং ‘ভীতিকর দৃশ্যপট’ তাঁরা প্রত্যক্ষ করেছেন।

    গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় একটি ত্রাণশিবিরে চালানো বিমান হামলায় অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন একটি পরিবারের বাবা-মা এবং তাঁদের চার সন্তান।

    এ ছাড়া গাজার পশ্চিমে, বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র মুস্তফা হাফেজ স্কুলে চালানো আরেকটি হামলায় নিহত হয়েছেন অন্তত ১১ জন।

    উত্তর গাজার নাবুলসি গোলচত্বরের কাছে ত্রাণ সংগ্রহ করতে আসা মানুষের ওপর চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত ছয়জন। আহত হয়েছেন শতাধিক। বেইত লাহিয়ায় চালানো এক হামলায় প্রাণ হারিয়েছেন আরও তিনজন।

    গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানায়, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী ২৬টি ‘রক্তাক্ত হত্যাযজ্ঞ’ চালিয়েছে, যাতে নিহত হয়েছেন ৩০০-এর বেশি ফিলিস্তিনি।

    এদিকে কিছুটা আশার খবর হচ্ছে, গাজায় নতুন একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে হামাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে জানিয়েছেন, ইসরায়েল এই যুদ্ধবিরতির ৬০ দিনের প্রস্তাবে সম্মতি জানিয়েছে।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুসারে, চলমান ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত অন্তত ৫৭ হাজার ১২ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৩৪ হাজার ৫৯২ জন আহত হয়েছেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930