গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত আরও ৫১
আর্ন্তজাতিক ডেস্ক: ইসরায়েলের বর্বর হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৫১ জন নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ আগস্ট) গাজাভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবর অ্যানাদোলুর।
এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ৮২৭ জনে দাঁড়াল।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ৫১ জন নিহত এবং ৩৬৯ জন আহত হয়েছে। যার ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি আগ্রাসনে আহতের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ২৭৫ জনে দাঁড়িয়েছে।
মন্ত্রণালয় অনাহার ও অপুষ্টির কারণে এক তরুণীর মৃত্যুর খবরও জানিয়েছে। এর মধ্য দিয়ে ইসরাইলি অবরোধের ফলে সৃষ্ট অনাহারে মৃত্যুর মোট সংখ্যা এখন ২৪০ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১০৭টি শিশুও রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরাইলি বাহিনী মানবিক সাহায্য পেতে যাওয়া ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। গত একদিনেই ১৭ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছে। ২৭ মে থেকে মানবিক সাহায্য নিতে যাওয়া ১ হাজার ৮৯৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। আর আহত হয়েছে ১৪ হাজার ১১৩ জন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এদিন ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।
হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়।
কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ।
এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে পুনরায় সামরিক হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৩০০ ফিলিস্তিনি নিহত ও ৪৩ হাজার ২৩৪ জন আহত হয়েছে।
বিআলো/শিলি