গাজায় যুদ্ধবিরতি বারবার ভাঙছে ইসরাইল: এরদোগান
dailybangla
30th Nov 2025 1:27 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান অভিযোগ করেছেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ইসরাইল বারবার ভঙ্গ করছে ‘মিথ্যা কারণ’ দেখিয়ে।
শনিবার ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও হামাস যুদ্ধবিরতি বজায় রেখেছে।
তিনি জানান, গাজায় গণমাধ্যম কর্মী, শিক্ষার্থী, শিক্ষক, গবেষকসহ হাজারো মানুষ ইসরাইলি হামলায় নিহত হয়েছে, যা তার ভাষায় “একটি পরিকল্পিত গণহত্যা নীতি।”
এছাড়া এসব বিষয় আন্তর্জাতিক মহলে তুলে ধরতে তুরস্ক কাজ করছে বলেও এরদোগান উল্লেখ করেন। তিনি জানান, দক্ষিণ আফ্রিকার জি২০ সম্মেলনেও তিনি এই ইস্যু উত্থাপন করেছেন।
বিআলো/শিলি



