গাজায় শান্তিরক্ষী বাহিনীতে সেনা পাঠাতে পারে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে (আইএসএফ) সেনা পাঠানোর বিষয়ে সিদ্ধান্তের দ্বারপ্রান্তে পাকিস্তান। ইসলামাবাদের সরকারি ও সামরিক মহলে এ নিয়ে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানানো হয়েছে।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “গাজার শান্তি উদ্যোগের সহায়কদের একজন হিসেবে পাকিস্তানের নৈতিক ও কূটনৈতিক দায়িত্ব রয়েছে। এখন সরে দাঁড়ানো মানে হবে আমরা যে কাঠামো গঠনে ভূমিকা রেখেছিলাম তা ত্যাগ করা।”
মার্কিন মধ্যস্থতায় প্রস্তাবিত শান্তি পরিকল্পনা অনুযায়ী মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সেনা নিয়ে একটি আন্তর্জাতিক বাহিনী গঠন করা হবে। তাদের দায়িত্ব হবে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ, হামাসকে নিরস্ত্র করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।
যদিও ট্রাম্প প্রশাসন গাজায় মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা অস্বীকার করেছে, তবে ইন্দোনেশিয়া, কাতার, মিশর, তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা চলছে।
অন্যদিকে, ইসরাইল জানিয়ে দিয়েছে, এই বাহিনীতে তুরস্কের সেনা থাকতে পারবে না।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, গাজার স্থিতিশীলতায় ভূমিকা রাখা পাকিস্তানের জন্য শুধু নৈতিক দায় নয়, আঞ্চলিক প্রভাব বৃদ্ধির সুযোগও তৈরি করতে পারে।
বিআলো/শিলি



