গাজায় ৭৫০ বছরের পুরানো মসজিদ ধ্বংস করল ইসরাইল
আর্ন্তজাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির তুফফা এলাকায় অবস্থিত আল-আয়বাকি মসজিদটি বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে ইসরাইলি বাহিনী।
এ হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনেও। সেই ভিডিও যাচাই করে খবরের সত্যতা নিশ্চিত করেছে আল জাজিরা।
তবে মসজিদে হামলায় কোনো হতাহত হয়েছে কি না, কিংবা এ বিষয়ে আর বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি প্রতিবেদনে।
শেষ খবর পাওয়া পর্যন্ত গাজা সিটিতে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরাইল, চালানো হচ্ছে স্থল অভিযানও।
এর আগে, ইয়েমেনের হোদেইদা বন্দরে বিমান হামলা চালায় ইসরাইল। এতে বন্দরের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে খবর পাওয়া যায়।
হুতি সংশ্লিষ্ট আল মাসিরাহ টিভি স্টেশন জানায়, মঙ্গলবার ইসরাইল ১২ দফা হামলা চালিয়েছে।
হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি এক এক্স বার্তায় বলেছেন, ‘এই মুহূর্তে আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে ইসরাইলি যুদ্ধবিমান। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা মোকাবিলা করছে।’
লোহিত সাগর উপকূলীয় শহরটিতে হামলার কয়েক ঘণ্টা আগে ইসরাইলি সামরিক বাহিনী এলাকাটিতে হামলার হুমকি দিয়ে খালি করতে বলে। নেতানিয়াহু সরকারের দাবি, হুতিরা ইরান থেকে অস্ত্র সংগ্রহের জন্য এই বন্দর ব্যবহার করছে।
বিআলো/শিলি