গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লোহাগাড়ার চিকিৎসক
নুরুল আমিন, লোহাগাড়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের পালপাড়া এলাকার মেধাবী চিকিৎসক ডা. মিশুক ভট্টাচার্য (৩৯) গাজীপুরের কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। জানা যায়, নরসিংদীর পলাশ উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত ডা. মিশুক গত ১৮ জানুয়ারি রাতে চেম্বার শেষে মোটরসাইকেলে করে ঢাকার বাসায় ফিরছিলেন।
রাতে কালিগঞ্জের ঘোড়াশাল আঞ্চলিক সড়কের বাঘেরপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডা. মিশুক প্রয়াত পল্লী চিকিৎসক পিন্টু ভট্টাচার্যের ছেলে ও প্রয়াত লালু ডাক্তারের বড় নাতি।
২০১৩ সালে এমবিবিএস এবং ২০১৪ সালে ইন্টার্নশিপ শেষ করে তিনি চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন। তিনি স্ত্রী ও এক পুত্রসন্তান রেখে গেছেন। ২০ জানুয়ারি বিকেলে নিজ গ্রামের সামাজিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
বিআলো/আমিনা



