• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন 

     dailybangla 
    09th Aug 2025 4:40 pm  |  অনলাইন সংস্করণ

    সুমন মাহমুদ,কুষ্টিয়া: গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কুপিয়ে নৃশংসভাবে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে সাংবাদিকরা। আজ (শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন জেলায় কর্মরত সাংবাদিকরা। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হোক। এছাড়াও পরিবারের পাশে দাঁড়ানোর দাবি করা হয়। সাংবাদিক সাগর-রুনি দম্পতিসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার করতে হবে। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে রাষ্ট্র দায়ী থাকবে বলে মন্তব্য করেন সাংবাদিক নেতারা।

    এসময় বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবিও জানানো হয়। একই সঙ্গে আগামীতে যেন সাংবাদিকরা নির্ভয়ে কাজ করতে পারে সে পরিবেশ নিশ্চিত করারও দাবি করা হয়। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেন নেতারা। এসময় মানববন্ধনে কুষ্টিয়া প্রেসক্লাবের সহসভাপতি লুৎফর রহমান কুমারের সভাপতিত্বে সহসভাপতি নুরুন্নবী বাবু, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান লাকি, ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সভাপতি আবু বকর, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এম লিটন উজ জামান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এক নারীর সঙ্গে বিবাদে জড়ায় কয়েকজন দুর্বৃত্ত। সে ঘটনা মোবাইলে ভিডিও করেন সাংবাদিক তুহিন। এরপর দুর্বৃত্তরা তুহিনকে ধাওয়া দেয়। একপর্যায়ে চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে একটি দোকানের কাছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে তুহিনকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করলে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন প্রতিদিনের কাগজের গাজীপুর জেলা প্রতিনিধি ও একই এলাকায় ২০০৫ সাল থেকে তিনি বসবাস করে আসছিলেন।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930