গিয়াস কাদের চৌধুরীই রাউজানে বিএনপির প্রার্থী
চট্টগ্রাম ব্যুরো : রাউজানে বিএনপির সংসদ সদস্য প্রার্থিতার লড়াইতে শেষ হাসি হাসলেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে বিএনপির চূড়ান্ত মনোনয়নপত্র চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে হস্তান্তর করা হয়েছে।
১৭ জানুয়ারি ইস্যু করা ওই চিঠিতে ২৮৩ চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ধানের শীষ বরাদ্দ দেওয়ার জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়। জেলা প্রশাসক জানান, গত ৩ জানুয়ারি রাউজানের মনোনয়নপত্র বাছাইয়ের দিন ছিল।
এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুইজন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছিল। আমরা বলে দিয়েছিলাম যিনি চূড়ান্ত মনোনয়ন নিয়ে আসবেন সেটি গ্রহণ করা হবে। আজ বিএনপির চূড়ান্ত মনোনয়ন নিয়ে এসেছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর প্রতিনিধিরা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের ওই চিঠি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপি নেতা নুরুল চেয়ারম্যান, আবু জাফর চৌধুরী, ফিরোজ আহমদ, মাসুদ আলম, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ব্যক্তিগত সহকারী খোরশেদ আলম প্রমুখ। সূত্র জানায়, একই আসনে প্রথমে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়া হলেও পরবর্তীতে গোলাম আকবর খোন্দকারকেও মনোনয়ন দেওয়ায় দুজনই মনোনয়নপত্র দাখিল করেন।
বিআলো/আমিনা



