গুগল ফটোসে নতুন এআই যুগ: সবই এখন ভয়েস কমান্ডে
dailybangla
15th Nov 2025 7:08 pm | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: ছবি সম্পাদনা আরও সহজ করতে গুগল ফটোসে যোগ হয়েছে একাধিক নতুন এআই ফিচার। এখন বড় কোনো সফটওয়্যার ছাড়াই সরাসরি অ্যাপে বলা যাবে- “রিমুভ সানগ্লাসেস”, “ওপেন মাই আইস” বা “এডিটেড স্মাইল” এবং এআই ছবিকে স্বাভাবিকভাবে ঠিক করে দেবে।
গুগলের নতুন ইমেজ জেনারেটর Nano Banana যুক্ত হওয়ায় সাধারণ ছবিকেও কয়েক সেকেন্ডে রূপ দেওয়া যাবে নতুন স্টাইলে- সোশ্যাল পোস্ট, কল্পনাভিত্তিক ছবি কিংবা সৃজনশীল ইমেজ যাই হোক না কেন।
আইওএস ব্যবহারকারীদের জন্য এসেছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এডিটিং- অর্থাৎ মুখে কমান্ড দিলেই এআই কাজ করে দেবে। পাশাপাশি নতুন টাচ-বেজড এডিটিং ইন্টারফেসে কম অভিজ্ঞ ব্যবহারকারীরাও সহজে ছবি সাজাতে পারবেন।
বিআলো/শিলি



