গুচ্ছ ভর্তিতে আবেদনের সময়সীমা বাড়িয়ে ৩০ ডিসেম্বর
ইবি প্রতিনিধি: ২০২৫–২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা আগামী ৩০ ডিসেম্বর ২০২৫ রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটি (২০২৫–২০২৬)-এর আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং কমিটির সচিব ও ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আবেদন কার্যক্রম ২৪ ডিসেম্বর রাত ১২টায় শেষ হওয়ার কথা ছিল। তবে গত ২৩ ডিসেম্বর রাত ৮টায় গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার কোর কমিটির (উপাচার্যদের সমন্বয়ে গঠিত) চতুর্থ সভা অনলাইনে (জুম) অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মত সিদ্ধান্তে আবেদনের সময়সীমা ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়।
এবছর গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। এগুলো হলো—ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি (গাজীপুর), নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এদিকে এবারও গুচ্ছের বাইরে থাকছে পাঁচটি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো—জগন্নাথ বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়। গুচ্ছভুক্ত হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ইউজিসি ও ১৯ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠক হলেও তারা নিজ নিজ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অটল থাকায় এবারও ১৯ বিশ্ববিদ্যালয় নিয়েই গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিআলো/তুরাগ



